রিয়াদ দূতাবাসে ৭ ই মার্চ এর ভাষন প্রদষন ও অলোচনা সভা।

 প্রকাশ: ০৮ মার্চ ২০২০, ০৪:০৮ পূর্বাহ্ন   |   অর্থ ও বাণিজ্য



রিয়াদ প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না
বঙ্গরত্ন না হলে আধুনিক উন্নয়নের বাংলাদেশ হতো না।

পিতা দিয়েছে স্বাধীনতা, কন্যা দিয়েছে অর্থনৈতিক মুক্তি
---------------------------------------------------------------
বিশ্বের বিস্ময় তোমরা, বিশ্বের অহংকার!

৭ মার্চ, বিশ্ব ইতিহাসের অবিস্মরণীয় দিন। রাজনীতির মহাবিশ্ব কবির কবিতা রচনার দিন। বিশ্বের সর্বাপেক্ষা জনসমুদ্রে দাড়িয়ে মহাকবি গাইলেন সাম্যের গান, ভ্রাতিত্বের গান, গাইলেন সংগ্রামের গান, মুক্তিসংগ্রামের গান। যেই গানে রচিত হলো একটি পতাকা, একটি দেশ। বিশ্বমানচিত্রে অঙ্কিত হলো লাল সবুজের স্বাধীন দেশ। নাম তার বাংলাদেশ।বিশ্ব সভায় রচিত হলো মহাকবির নাম- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

৫দশক পেরিয়ে ঐতিহাসিক ৭ মার্চের ভাষনকে রাস্ট্রিয় আদালত দিলো জাতিয় দিবসের সর্বোচ্চ মর্যাদা, এর আগে প্রাপ্তি হলো- আন্তর্জাতিক স্বীকৃতি। এখন থেকে প্রতিবছর ৭ মার্চ দিবসে জাতিয় ছুটি ঘোষিত হবে।

৫দশকে এসে- বঙ্গরত্ন শেখ হাসিনা অর্থনৈতিক মুক্তির সংগ্রামের বীর সেনাপতির নেতৃত্বে তলাবিহিন ঝুরির তকমা ছেড়ে বাংলাদেশ আজ উন্নয়নশিল দেশের তালিকায়। জিডিপি সারাবিশ্বের ১ম তালিকায়। ৯.১২%। ৩৪বিঃকোটি মার্কিন ডলার।ভারত উপমাহাদেশের প্রাচীনতম রাষ্ট্র ভারত থেকে অর্থনীতিতে এগিয়ে বাংলাদেশ। বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো, আর বঙ্গরত্ন না হলে বাংলাদেশ আধুনিক উন্নয়নশিল রাষ্ট্র হতো না। শ্রদ্ধা শ্রদ্ধা শ্রদ্ধা হে পিতা তোমায়।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর: